মা হওয়ার কথা ঘোষণা করার পর নকল বেবি বাম্প বিতর্কে জড়িয়ে ছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এবার সেই বিতর্ককে উড়িয়ে স্পেশাল ফটোশুটে দেখা গেল দীপবীরকে।
সোনার সংসারে আসছে ছোট্ট সদস্য। দুই থেকে তিন হওয়ার অপেক্ষার আর মাত্র কদিন। সন্তান আসার আগেই ১০০ কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি।
মন্নতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর-দীপিকা। শোনা যাচ্ছে, খুদেকে নিয়েই সেখানে গৃহপ্রবেশ করবেন তাঁরা।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠ সূত্রে এবার বড় খবর পাওয়া গেল। তারকাদম্পতির কাছের মানুষ বলিউডের সংবাদমাধ্যমকে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে দীপিকা পাড়ুকোন মা হবেন।
সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।
প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাভেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারকা দম্পতি।
সম্প্রতি এক জ্যোতিষী দাবি করেছেন, রণবীর-দীপিকার পুত্রসন্তানই হবে। সেই জ্যোতিষীর কথায়, “এই ছেলেই সুভাগ্য নিয়ে আসবে দীপবীরের সংসারে।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.