লাল টুকটুকে বেনারসিতে কনে দর্শনা বণিক। টলিউডের দুষ্টু ছেলের গলাতেই মালা দিলেন মিষ্টি নায়িকা। ছবি- Birdlens creation
দর্শনার থেকে যেন চোখ সরাতেই পারছিলেন না সৌরভ। বউয়ের সাজে অভিনেত্রীকে দেখে আপ্লুত সৌরভ। ছবি- Birdlens creation
পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে। ছবি- Birdlens creation
গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন তারকা অতিথিরা। ছবি- Birdlens creation
লাল টুকটুকে বেনারসি সেজেছেন দর্শনা। গোটা শাড়িতে রয়েছে রুপোর কাজ। দর্শনার পছন্দেই নাকি তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। সাদা পাঞ্জাবি, কাঁধে লাল নকশা করা চাদরে সেজে সৌরভ একেবারে হ্যান্ডসাম বাঙালি বর। ছবি- Birdlens creation
মেনুতে এলাহি আয়োজন। মেন কোর্সে রাধা বল্লভি, ছোলার ডাল, বাসন্তী পোলাও, ডায়মন্ড ফিশ ফ্রাই, ফিশ পাতুরি, চিংড়ির মালাইকারি, চিকেন তন্দুরি, মটন কষা। শেষ পাতে ছিল ক্ষীরের পাটিসাপটা, মালপোয়া ও রাবড়ি, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। ছবি- Birdlens creation
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.