আছড়ে পড়ার পর কয়েকঘণ্টা কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় যশ বা ইয়াস, উত্তাল হয়েছে সমুদ্র।
এ রাজ্যে নয়, যশ বা ইয়াস আছড়ে পড়েছে ওড়িশার ধামড়ায়, তবে আঁচ টের পেয়েছে পশ্চিমবঙ্গও।
দিঘা এবং তার আশপাশের এলাকা ঘুর্ণিঝড়ের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত।
ওড়িশার বুকে ‘যশ’ আছড়ে পড়ার সময় কলকাতায় হাওয়ার গতিবেগ ছিল ৬২ কিলোমিটার প্রতি ঘণ্টা।
পূর্ণিমা, ভরা কোটাল, চন্দ্রগ্রহণ-এই ত্রহ্যস্পর্শে এদিন উত্তাল হয়েছে গঙ্গাও, বেড়েছে জলস্তর।
দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা জলের তলায়।
জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়েছেন বিপর্যয় মোকাবিলাকারী দলের আধিকারিকরা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.