ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে লন্ডভন্ড গোটা চেন্নাই শহর। প্লাবিত বিস্তীর্ণ এলাকা।
ডুবো শহর থেকে জনতাকে উদ্ধারে রাতদিন কাজ করছেন NDRF-এর সদস্যরা।
জলমগ্ন শহরে বিপন্ন সকলেই। কুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন জনৈক স্বেচ্ছাসেবক।
এক টুকরো ডাঙার খোঁজ! জলের অভিশাপ থেকে বাঁচতে জেসিবি মেশিনে চড়ে বসেছে জনতা!
মিগজাউমের দাপটে দক্ষিণের শহর যেন ভেনিস! নৌকাই প্রধান যান। ৫৫০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.