Advertisement
Advertisement

Breaking News

Cyclone Dana

জল থইথই রাস্তা থেকে শিকলবন্দি ট্রেন, লেন্সবন্দি ‘ডানা’র কলকাতা

'ডানা'র প্রভাব কাটলেও, এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর।

ঘূর্ণিঝড় 'ডানা'র দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি। সকালেই যেন নামল সন্ধে!

'ডানা'র প্রকোপ কাটলেও চলবে বৃষ্টি। আগামী সপ্তাহের আগে বৃষ্টি থেকে রেহাই নেই।

লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক রাস্তা। ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট, ভিআইপি রোড থেকে উল্টোডাঙা - সর্বত্র প্রায় জলের তলায়।

লাগাতার বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাধিক রাস্তা। ঠনঠনিয়া থেকে কলেজ স্ট্রিট, ভিআইপি রোড থেকে উল্টোডাঙা - সর্বত্র প্রায় জলের তলায়।

মেয়র ফিরহাদ হাকিম অবশ্য জলযন্ত্রণা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন। তাঁর দাবি, বৃষ্টি না হলে, আগামী ঘণ্টাতিনেকের মধ্যে জল নেমে যাবে। যদিও তাঁর আশ্বাস নিয়ে পালটা কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।

এসএসকেএম, মেডিক্যাল, এনআরএস হাসপাতালও জলমগ্ন হয়ে পড়ে। ভোগান্তির শিকার হন রোগীরা। পাম্প চালিয়ে জল সরানো হয়েছে বলেই জানান মেয়র ফিরহাদ হাকিম।

ঘূর্ণিঝড় 'ডানা'র জেরে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। তার ফলে ট্রেন চালু হতেই স্টেশনে বাড়তে থাকে যাত্রীর ভিড়। গন্তব্যে পৌঁছনোর জন্য শুরু হয় হুড়োহুড়ি।

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। সপ্তাহান্তের সৈকতনগরী 'ডানা'র দাপটে একেবারে পর্যটকশূন্য। যার ফলে পর্যটন ব্যবসায় যে প্রভাব পড়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।