Advertisement
Advertisement

Breaking News

Cyclone Dana

খাঁ খাঁ তিলোত্তমার রাস্তা, শিকলে বাঁধা ট্রেন, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

প্রশাসনের নির্দেশ মেনে পর্যটক শূন্য হয়েছে দিঘা। ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরেছেন সকলে।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত পুলিশ-প্রশাসন। মাইকিং করে ফাঁকা করে দেওয়া হয়েছে দিঘার সমুদ্র সৈকত।

একের পর এক দোকান বন্ধ। দিঘার সমু্দ্রের পাশের যে দোকান চত্বর পর্যটকদের ভিড়ে সবসময় গমগম করে। সেই এলাকাই এদিন শুনশান। হাতে গোনা দু-চারজনের দেখা মিলছে কখনও কখনও।

যাতে কেউ সমুদ্রের ধারে যেতে না পারে সেই কারণে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ওপ্রান্ত থেকে সমুদ্র দর্শনে পর্যটকরা।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রশাসনের নির্দেশ মেনে পর্যটক শূন্য হচ্ছে দিঘা। ব্যাগ গুছিয়ে বাড়ির পথে সকলে।

দুর্যোগের আশঙ্কায় বন্ধ ফেরি পরিষেবা। খাঁ খাঁ করছে ফেরিঘাট। শিকলে বাঁধা হয়েছে লঞ্চ।

সপ্তাহের কর্মব্যস্ত দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শূন্য কলকাতার রাস্তা।

শিকলে বেঁধে ফেলা হচ্ছে ট্রেন। এদিকে বাড়ি ফিরতি পর্যটকদের ভিড় হাওড়া ও শিয়ালদহ স্টেশনে।