Advertisement
Advertisement

Breaking News

CSK

চেন্নাইয়ের মাঠে শেষ ম্যাচ? চিপকে ভক্তদের জন্য বিশেষ সেলিব্রেশনে মধ্যমণি ধোনিই

দেখে নিন সিএসকের সেলিব্রেশনের গ্যালারি।

ঘরের মাঠে ৫০ তম আইপিএল ম্যাচ জয়। রবিবার চিপকে নয়া নজির গড়ল চেন্নাই সুপার কিংস। ছবি: ইনস্টাগ্রাম

চলতি আইপিএলে সেরকম ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারেনি ইয়েলো আর্মি। তবে রবিবার ঘরের মাঠে দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে হারাল চেন্নাই। ছবি: ইনস্টাগ্রাম

ঘরের মাঠে চলতি মরশুমের শেষ ম্যাচে জয়। সেই সঙ্গে প্লে অফের লড়াইয়ে আরও সুবিধাজনক জায়গায় উঠে আসা। দুইয়ে মিলে রবিবারের চিপক যেন উৎসবের মঞ্চ হয়ে উঠেছিল। ছবি: ইনস্টাগ্রাম

ম্যাচের পর দলের প্রত্যেক সদস্যের জন্য বিশেষ জার্সির আয়োজন করেছিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট। সমর্থকদের ধন্যবাদ জানাতে বিশেষ বার্তাও লেখা ছিল সেই জার্সিতে। ছবি: ইনস্টাগ্রাম

কেবল জার্সি নয়, দলের প্রত্যেকের গলায় এদিন বিশেষ মেডেলও পরিয়ে দেন দলের কর্ণধাররা। তার পর সমর্থকদের ধন্যবাদ জানাতে গোটা মাঠ প্রদক্ষিণ করে চেন্নাই ব্রিগেড। ছবি: ইনস্টাগ্রাম

প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ঘরের মাঠে চলতি মরশুমের শেষ ম্যাচ জিতে সুপারফ্যানদের সঙ্গে বিশেষ সেলফি তোলেন ক্যাপ্টেন ঋতু। ছবি: ইনস্টাগ্রাম

তবে চেন্নাইয়ের যাবতীয় সেলিব্রেশনের মধ্যমণি ছিলেন একজনই-মহেন্দ্র সিং ধোনি। দর্শকদের দিকে উপহার হিসাবে টেনিস বল ছুড়ে দিলেন, হাত নেড়ে সকলকে অভিবাদন জানালেন। চেন্নাইয়ের মাঠে কি শেষ ম্যাচ খেলে ফেললেন থালা ধোনি? প্রশ্ন রয়ে গেল দিনের শেষে। ছবি: ইনস্টাগ্রাম