পার্ক স্ট্রিটে আলোয় মুড়ে বর্ষবরণ। নিজস্ব চিত্র
সন্ধে থেকেই ভিড়ে ঠাসা শহরের 'হার্ট'। ডিসকো-পাবের বাইরে জমেছে ভিড়। নিজস্ব চিত্র
নববর্ষে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভিক্টোরিয়া দর্শন। নিজস্ব চিত্র
তবু উৎসাহে ঘাটতি নেই। আট থেকে আশি সকলে দাঁড়িয়ে লাইনে। নিজস্ব চিত্র
৩১ ডিসেম্বরের পর ১ জানুয়ারিও ভিড় নিউটউনের ইকোপার্কে। সকাল থেকেই টিকিট ঘরের সামনে লম্বা লাইন। নিজস্ব চিত্র
শীতের আমেজiগায়ে মেখে ইকোপার্কের ভিতর বোটিংয়ে ব্যস্ত অনেকে। নিজস্ব চিত্র
সবমিলিয়ে ছুটির আমেজেই দিনটা কাটাল শহরবাসী। নিজস্ব চিত্র
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.