Advertisement
Advertisement
Kalpataru Utsav

কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে পুণ্যার্থীর ঢল, ভিড় জমল কালীঘাটেও

কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল।

প্রতি বছরের মতো এ বছরও বর্ষ শুরুর দিনে উদযাপিত হল কল্পতরু উৎসব। নিজস্ব চিত্র

বিশেষ মঙ্গলারতি হয় কাশীপুর উদ্যানবাটিতে। দিনভর চলে পুজোপাঠ। আলোচনা করা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়েও। নিজস্ব চিত্র

পবিত্র তিথিতে পুণ্যার্থীদের ঢল নেমেছিল কাশীপুর উদ্য়ানবাটিতে। নিজস্ব চিত্র

ভোরের আলো ফোটার আগে থেকে লাইন পড়েছিল দক্ষিণেশ্বরে। নিজস্ব চিত্র

ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে মা ভবতারিণীকে পুজো দেন পুণ্যার্থীরা। নিজস্ব চিত্র

একই ছবি কালীঘাটেও। পুণ্যতিথিতে পুজো দিয়ে বছর শুরুর উদ্দেশ্যে লম্বা লাইান পড়েছিল সেখানেও। নিজস্ব চিত্র

কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছে মন থেকে চাইলে সে ইচ্ছা পূরণ হয়, সেই বিশ্বাস থেকেই সাতসকালে মন্দিরের বাইরে ভক্তের ঢল।