প্রকাশিত ফোর্বসের ধনী ক্রীড়াবিদদের তালিকা। শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে টানা তিনবার সবার উপরে রয়েছেন তিনি। পর্তুগিজ মহাতারকার বার্ষিক আয় ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৩৪৮ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে আমেরিকার বাস্কেটবল তারকা স্টিফেন কারি। তাঁর বার্ষিক আয় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার। তবে খেলার থেকে বেতন বাবদ ৫৬ মিলিয়ন হলেও বিজ্ঞাপন থেকে আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
তৃতীয় স্থানে মার্কিন বক্সার টাইসন ফিউরি। তাঁর বার্ষিক আয় ১৪৬ মিলিয়ন মার্কিন ডলার। চতুর্থ স্থানে আমেরিকারই রাগবি তারকা ডাক প্রেসকট। তাঁর আয় ১৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
পঞ্চম স্থানে আছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি। তবে দু'ধাপ নেমে গিয়েছেন তিনি। ইন্টার মিয়ামি তারকার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১৫২ কোটি টাকা।
ষষ্ঠ স্থানে আরেক বিখ্যাত বাস্কেটবল তারকা লেব্রন জেমস। সপ্তম স্থানে আছেন বেসবল খেলোয়াড় জুয়ান সুটো। দুজনের আয় যথাক্রমে ১৩৩.৮ মিলিয়ন মার্কিন ডলার ও ১১৪ মিলিয়ন মার্কিন ডলার।
অষ্টম স্থানে ফ্রান্সের ফুটবলার করিম বেঞ্জেমা। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। তাঁর বার্ষিক আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।
নবম স্থানে আছেন জাপানের বেসবল প্লেয়ার সোহেই ওহতানি। দশম স্থানে আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট। দুজনেরই বার্ষিক আয় ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটু বেশি।
তারকা ফুটবলার কিলিয়ন এমবাপে আছেন ১৬তম স্থানে। রিয়াল তারকার আয় ৯০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৬৮ কোটি টাকা। অনেকটা পিছিয়ে নেইমার আছেন ২৫তম স্থানে। তাঁর বার্ষিক আয় ৭৬ মিলিয়ন মার্কিন ডলার।
তবে এই তালিকার প্রথম পঞ্চাশে ভারতের কেউ নেই। ২০২০ সালে বিরাট কোহলি ফোর্বসের তালিকায় ৬৬তম স্থানে ছিলেন।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.