২২ ফেব্রুয়ারি দেশের প্রতিষ্ঠা দিবস পালন করে সৌদি আরব। ১৭২৭ সালে সৌদি আরবকে একটি দেশ হিসাবে গড়ে তোলেন ইমাম মহম্মদ বিন সউদ।
রেকর্ড চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের এই বিশেষ দিনে সেলিব্রেশনে মেতে ওঠেন পর্তুগিজ মহাতারকাও।
বিশেষ দিনের প্রথা মেনে ঐতিহ্যবাহী পোশাকে সেজে উঠেছিলেন সি আর সেভেন। কালোর উপর সাদা সুতোর কাজ করা দাগলা রোব পরেছিলেন তিনি। আরবের জাতীয় পোশাক বলেই বিবেচিত হয় এই দাগলা রোব।
ক্লাবের সতীর্থদের সঙ্গেই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন রোনাল্ডো। টিম বন্ডিং অ্যাক্টিভিটিতে মেতে ওঠেন আল নাসেরের সকল ফুটবলাররা।
এই দিনের উদযাপনের প্রথা মেনে তরোয়াল হাতে ছবিও তোলেন পর্তুগিজ তারকা। সতীর্থদের সঙ্গে তরোয়াল হাতে আরদাহ নাচে মেতে ওঠেন তিনি।
সৌদি আরবের পতাকা গায়ে জড়িয়েও ছবি তোলেন সি আর সেভেন। নিজের সোশ্যাল মিডিয়াতেও বিশেষ দিনের শুভেচ্ছা জানান রোনাল্ডো নিজেই। শেয়ার করেন নিজের বিশেষ সাজের ছবিও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.