Advertisement
Advertisement

Breaking News

CPIM leader Shatarup Ghosh tie knot with Paheli Saha

কলেজের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সিপিএম নেতা শতরূপ, আইনি বিয়েতে সই বিমান বসুর

দেখুন শতরূপ ও পহেলির জীবনের বিশেষ মুহূর্তের ছবি।

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষ।

কলকাতার এক জনপ্রিয় প্রযোজনা সংস্থার জনসংযোগ প্রধান পহেলি সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।

আশুতোষ কলেজে পড়ার সময় বন্ধুত্ব। বাম মতাদর্শে বিশ্বাসী পহেলির প্রেমে পড়েন শতরূপ। হাজার চড়াই উতরাই পেরিয়ে এক সুতোয় নিজেদের জীবন বাঁধলেন দু'জনে।

রবিবার বাইপাসের কাছে বসে বিয়ের আসর। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়। শুধুমাত্র আইনি বিয়ে সারেন শতরূপ ও পহেলি। বিয়ের নথিভুক্তি পত্রে সাক্ষী হিসাবে সই করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে তথা অভিনেত্রী ঊষসীই প্রথম শতরূপের বিয়ের খবর জানান। শীতের সন্ধেয় বিয়ের আনন্দে মেতে ওঠেন পর্দার 'জুন আন্টি'।

সিপিএম রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত-সহ দলের একাধিক নেতানেত্রী শতরূপের বিয়েতে অংশ নেন।

আমন্ত্রণ থাকলেও শতরূপের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন তিনি।