নির্বিঘ্নে শেষ হল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা।
এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে সতর্ক ছিল পর্ষদ।
সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা দেয় পড়ুয়ারা।
জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা, তাই শুরুতে কিছুটা ভয়েই ছিল বেশিরভাগ পড়ুয়া। কেউ কেউ কেঁদেও ফেলে।
মাধ্যমিক শুরুর আগে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখতে ভবানীপুর ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
পড়ুয়াদের হাতে গোলাপ ফুল তুলে শুভেচ্ছা জানান সকলে।
পরীক্ষাকেন্দ্রের সামনে যান বিধায়ক দেবাশিস কুমার। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে পরীক্ষাকেন্দ্রে ঢোকে পড়ুয়ারা।
কপালে দইয়ের ফোঁটা দিয়ে পড়ুয়াদের শুভকামনা জানান কাউন্সিলর মৌসুমী দাস।
মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়।
পরীক্ষা শেষে দুশ্চিন্তা উধাও। অভিভাবকের হাত ধরে হাসিমুখে বাড়ি ফেরে ছাত্রছাত্রীরা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.