মোহনবাগানের প্রথম আইএসএল ট্রফি জয় শুধু একটি ক্লাবের নয়, গোটা বাংলার জয়। সোমবার ক্লাব তাঁবুতে ফুটবলারদের সম্মান জানিয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ক্লাব বুঝিয়ে দিয়েছে, বাংলাকে কোনও অংশেই খাটো করা যাবে না। ভারতসেরা হয়েছে মোহনবাগান। আগামী দিনে বিশ্বজয় করবে তারা। মমতা চান, আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য পাক সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন মোহনবাগান কোচ ফেরান্দো থেকে ক্যাপ্টেন প্রীতম কোটাল-সহ সব ফুটবলারদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এরপরই বলে দেন, সারা দেশের মধ্যে মোহনবাগান জিতেছে। ভারতসেরা হয়েছে। এবং আমি চাই আগামী দিনে বিশ্বসেরা হবে।
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "কেন একদিন ব্রাজিলের সঙ্গে খেলবে না মোহনবাগান? কেন পোল্যাল্ডের সঙ্গে খেলবে না? কেন একদিন ইটালির সঙ্গে খেলবে না? আমি বলছি, খেলতে হবে। বিশ্বজয় করতে হবে। বাংলাকে নেগলেক্ট করলে হবে না।"
মজা করে মমতা বলেন, তিনি কার সমর্থক বলবেন না। তবে ছোটবেলায় মোহনবাগান সব ম্যাচের আগে তাঁর মা-কে পুজো দিতে যেতে দেখতেন।
তাই মুখ্যমন্ত্রী চান, মোহনবাগানের মতোই ফুটবলকে এগিয়ে নিয়ে যাক গোটা বাংলা। আরও উন্নতি হোক বাংলার ফুটবলের। আরও বাঙালি ফুটবলার দেশের হয়ে খেলার সুযোগ পান।
মোহনবাগান মাঠে তৈরি সংবর্ধনা মঞ্চ থেকে নিজের মন্তব্যের শেষের দিকে মমতা যোগ করেন, "খেলা হয়েছে। আবার খেলা হবে। জিততে হবে। আমি বিশ্বকাপ এনে দিতে চাই।"
মমতা আরও বলেন, ”মোহনবাগানের আবেগই আলাদা। মোহনবাগান মোহনবাগানই। তার আগে এটিকে মোটেই ভাল লাগে না। আমি একদিন অরূপকে (ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস) বললাম যে সঞ্জীবদার (সঞ্জীব গোয়েঙ্কা) সঙ্গে কথা বলতে। এখন আর এটিকে নেই। এখন মোহনবাগানের নাম মোহনবাগান সুপার জায়ান্টস।”
মমতার মুখে উঠে আসে ইস্টবেঙ্গলের নামও। বলেন, অর্থের খানিকটা অভাব ছিল ইস্টবেঙ্গলের। যার জন্য তেমন ভাল দল গড়তে পারেনি। তবে রাজ্য সরকার সব ক্লাবের পাশেই আছে। এরপরই মোহনবাগানের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.