Advertisement
Advertisement

Breaking News

প্রশাসনিক বৈঠকের যাওয়ার পথে গাড়ি থামিয়ে স্কুলে মুখ্যমন্ত্রী, চকোলেট দিলেন পড়ুয়াদের

খুদেদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুথ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফরে গিয়ে স্বমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে মালবাজারের আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকে যাওয়ার পথে মিশে গেলেন খুদেদের ভিড়ে।

প্রশাসনিক বৈঠকে যাওয়ার পখে তেসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি প্রাথমিক স্কুলের সামনে গাড়ি দাঁড় করান মুখ্যমন্ত্রী। ঢুকে পড়েন ভিতরে।

স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের হাতে তুলে দেন চকোলেট।

মুখ্যমন্ত্রী বরাবরই বলেন, শিশুদের তিনি বড্ড ভালবাসেন। প্রশাসনিক বৈঠক শুরুর আগে খুদেকে কোলে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন প্রশাসনিক বৈঠক থেকে মালবাজারে হড়পা বানে নিহতদের পরিবারের সদস্য ও উদ্ধারকারীদের সরকারি চাকরির নিয়োগপত্র দেন মুখ্যমন্ত্রী।