বিধানসভা ভোটের আগে দু'দিনের সফরে ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
ইস্তেহার প্রকাশের ২৪ ঘণ্টা পর দু'দিনের সফরে ত্রিপুরায় গেলেন তৃণমূল সভানেত্রী। জনসভার পাশাপাশি পদযাত্রায় অংশ নেবেন তিনি।
আগরতলা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন দলীয় নেতৃত্ব।
বাংলার মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
'ত্রিপুরায় এলে মনে হয় নিজের ঘরে এসেছি। আমি মনে করি এটা আমার নিজের ঘর।' বিমানবন্দের দাঁড়িয়ে বললেন নেত্রী।
বিমানবন্দর থেকে তিনি ও অভিষেক চলে যান সোজা ত্রিপুরা সুন্দরী মন্দিরে।
মন্দিরে পুজো দিয়ে ত্রিপুরার মানুষের মঙ্গল কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জনসংযোগ করেন তৃণমূল নেত্রী। রাস্তার পাশের চপের দোকানে সান্ধ্য আড্ডা জমিয়েছিলেন তিনি।
চপের দোকানে সিঙারা বানান মমতা। চায়ে চুমুকও দিলেন তিনি।
পাশের পানের দোকানে পানও সাজেন তৃণমূল নেত্রী।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.