Advertisement
Advertisement

Breaking News

Vijay Diwas

‘মুক্তিযোদ্ধাদের ভুলব না’, বাংলাদেশে অশান্তির মাঝেই কলকাতায় সগৌরবে উদযাপিত বিজয় দিবস

মুক্তিযুদ্ধ শেষে পাক সেনার আত্মসমর্পণের দিনটি প্রতিবছর বিজয় দিবস হিসেবে উদযাপন করে ভারতীয় সেনা।

কলকাতায় ভারতীয় সেনার বিজয় দিবসের অনুষ্ঠানে শামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বললেন, "যাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, তাঁদের কখনই ভুলতে পারব না। তবে এখনকার পরিস্থিতিতে কিছু বলা ঠিক হবে না।"

প্রত্যেকবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারতীয় সেনা। নানা অনুষ্ঠানে আয়োজন করা হয় ফোর্ট উইলিয়ামে।

শোনা যাচ্ছিল, এবার বাংলাদেশের প্রতিনিধিদের ছাড়াই বিজয় দিবস পালিত হতে পারে ফোর্ট উইলিয়ামে। তবে ৮ মুক্তিযোদ্ধা এদিনের অনুষ্ঠানে শামিল হন। মুখ খোলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে।

মুক্তিযোদ্ধাদের একাংশের মত, পরবর্তী প্রজন্মকে হয়তো সঠিক শিক্ষা দিতে পারেননি তাঁরা। যদিও অনেকেই মনে করছেন, আওয়ামি লিগ সরকারের পতনের পরেও ভালোই আছে বাংলাদেশ।

সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে সকালে কুচকাওয়াজে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। তাতে বড়সড় অবদান ছিল ভারতীয় সেনার। মুক্তিযুদ্ধ শেষে পাক সেনার আত্মসমর্পণের দিন অর্থাৎ ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়।