Advertisement
Advertisement
Mamata Banerjee

বড়দিনের আগে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী, যোগ দিলেন ক্রিসমাস ইভের প্রার্থনায়

সোশাল মিডিয়াতেও বড়দিনের শুভেচ্ছা জানান মমতা।

বড়দিনের প্রাক্কালে ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় যোগ দিতে বড়বাজারের পর্তুগিজ চার্চে গেলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র।

প্রায় ২০০ বছর পুরনো পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী যাওয়ার পরই শুরু হয় ক্রিসমাস ইভের প্রার্থনা। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং লালবাজারের শীর্ষ আধিকারিকরা। নিজস্ব চিত্র।

বরাবরই বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনায় যোগ দেন মুখ্যমন্ত্রী। একটা সময় তিনি যেতেন সেন্ট পলস ক্যাথিড্রালে। গত কয়েক বছর তিনি ২০০ বছরের পুরনো পর্তুগিজ চার্চের প্রার্থনায় যোগ দিচ্ছেন। নিজস্ব চিত্র।

এদিন প্রায় ঘণ্টাখানেক পর্তুগিজ চার্চে ছিলেন মমতা। সেখানকার বিশেষ প্রার্থনায় যোগ দেন। গোটা গির্জা ঘুরে দেখেন। নিজস্ব চিত্র।

বড়দিনের উৎসবের সূচনা অবশ্য মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই করে দিয়েছেন। এদিন সোশাল মিডিয়াতেও বড়দিনের শুভেচ্ছা জানান মমতা। নিজস্ব চিত্র।