Advertisement
Advertisement
Nabanna Avijan

হাওড়া ব্রিজে জলকামান, রক্তাক্ত পুলিশ, লেন্সবন্দি ধুন্ধুমার নবান্ন অভিযান

নবান্ন অভিযানে আহত বেশ কয়েকজন আন্দোলনকারীও।

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র কলকাতা ও সংলগ্ন এলাকা। অশান্তির আশঙ্কায় নবান্নে পৌঁছনোর বিভিন্ন রাস্তা আটকে দেয় পুলিশ। মোতায়েন ছিল বিশাল বাহিনী। সেসবকে উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে এগোলেন আন্দোলনকারীরা।

সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতেই পালটা লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস।

হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের আটকাতে জলকামান ছোড়ে পুলিশ। তা সত্ত্বেও নবান্ন লক্ষ্য করে এগিয়ে চলে মিছিল। সকলের হাতে জাতীয় পতাকা।

ফোরশোর রোড, হাওড়া ব্রিজ, সাঁতরাগাছি, হেস্টিংস, এজেসি বোস রোড-সহ সবর্ত্র পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের। মিছিল থেকে ছোড়া ইটের ঘায়ে হাওড়ায় জখম ব়্যাফের এক জওয়ান। আক্রান্ত বহু আন্দোলনকারী।

মহাত্মা গান্ধী রোডে মিছিলে বাধা পুলিশের। আন্দোলনকারীদের রুখতে ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল।

মিছিল রুখতে জলকামান ছুড়েছে পুলিশ। তারই মাঝে জাতীয় পতাকা হাতে আন্দোলনকারী তরুণী।

নবান্ন অভিযানে শামিল হল সংগ্রামী যৌথ মঞ্চ। পোস্টার, ব্যানার হাতে হাওড়া স্টেশন থেকে বিশাল মিছিল সদস্যদের। নেতৃত্বে আহ্বায়ক ভাস্কর ঘোষ।