Advertisement
Advertisement

Breaking News

Anant-Radhika Shubh Aashirwad

অমিতাভ-শাহরুখ-সলমন থেকে শচীন-ধোনি-রজনী, অনন্ত-রাধিকার আশীর্বাদেও তারকার মেলা

আগামিকাল রিসেপশনের পালা।

বিয়ের পর 'শুভ আশীর্বাদ'। অনন্ত-রাধিকার এই অনুষ্ঠানেও সপরিবারে হাজির কিং খান। এদিন নীল রঙের গলাবন্ধে সেজেছেন তিনি। পাশে গৌরী, সুহানা ও শাশুড়িমা।

অনন্ত-রাধিকার আশীর্বাদের অনুষ্ঠানের জন্য সলমন খানও বেছে নিয়েছেন নীল রঙের পোশাক। তবে শেরওয়ানি নয় ভাইজান আসেন স্যুট পরে।

আম্বানিদের অনুষ্ঠানে আবারও যেন আলাদা বচ্চন পরিবার। শ্বেতাকন্যা নভ্যাকে নিয়ে এলেন অমিতাভ বচ্চন। অন্যদিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন ঐশ্বর্য রাই বচ্চন।

কালো গলাবন্ধ পরে অনন্ত-রাধিকার অনুষ্ঠানে হাজির রণবীর কাপুর। আলিয়া এদিন বেছে নিয়েছেন অফহোয়াইট লেহেঙ্গা। ওদিকে আবার রণবীরের অনস্ক্রিন স্ত্রী রশ্মিকার পরনে সুন্দর শাড়ি।

লাল পোশাকে আম্বানিদের অনুষ্ঠানে হাজির করণ জোহর। কালো স্যুটে এসেছেন সূর্যকুমার যাদব। অজয় দেবগনের পরনে নীল শেরওয়ানি। বোন অংশুলার সঙ্গে পোজ দিয়েছেন অর্জুন কাপুর।

স্বামী শ্রীরাম নেনের সঙ্গে হাজির মাধুরী দীক্ষিত। সাদা শেরওয়ানি পরে আসেন সঞ্জয় দত্ত। আথিয়া-আহানের সঙ্গী কে এল রাহুল। এসেছেন 'ড্রিম গার্ল' হেমা মালিনীও।

বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে স্ত্রী লতাকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছেন রজনীকান্ত। সাক্ষী ও জিভার সঙ্গে হাজির মহেন্দ্র সিং ধোনি।

স্ত্রী অঞ্জলির সঙ্গে এসেছেন শচীন তেণ্ডুলকর। লাল লেহেঙ্গায় নজর কাড়লেন সানিয়া মির্জা। আর মেরি কম পরলেন কালো পোশাক।

স্ত্রী মীরার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শাহিদ কাপুর। সারা আলি খান এসেছেন ভাই ইব্রাহিমের সঙ্গে। জাহ্নবী এদিন বেছে নিয়েছেন বডি হাগিং ড্রেস। আর অনন্যার পরনে লেহেঙ্গা। ছবি: সংগৃহীত।