Advertisement
Advertisement

Breaking News

Celebrity Durga Puja Look

সপ্তমীর সাজে মিশে যাক লাল- রুপোলি রং, বেছে নিতে পারেন সোহিনী-অনির্বাণের মতো পোশাক

পুজোর সাজে টলিউডের দুই তারকা। শুধুমাত্র সংবাদ প্রতিদিন-এর জন্য।

লাল-রুপোলি মানেই যেন ঝকঝকে পুজোর সাজ। তাই তো সপ্তমীর সাজে সেই রঙেই ধরা দিলেন অনির্বাণ ভট্টাচার্য ও সোহনী সরকার।

সপ্তমীতে সোহিনীর পছন্দ রুপোলি টিস্যু সিল্ক শাড়ি। অনির্বাণ পরেছেন লাল রঙের পাঞ্জাবি সঙ্গে সাদা পাজামা।

ব্যারিস্টার বাবুর বাড়িতে উৎসবের সাজে ধরা দিয়েছেন টলিউডের এই অনস্ক্রিন জুটি।

পরমার ব্লাউজ, আর তাহির জুয়েলারির গয়নায় সুন্দরী সোহিনী। লাল পাঞ্জাবি ও সাদা পাজামায় নজর কেড়েছেন হ্যান্ডসাম অনির্বাণ।

পুজো মানেই তো প্রিয় মানুষের সঙ্গে ঘোরাফেরা, দেদার আড্ডা। সপ্তমীর দিনভর এই সাজ কিন্তু একেবারেই পারফেক্ট।

এই পুজো ফ্যাশনের মধ্য়ে দিয়ে সোহিনী ও অনির্বাণ প্রেমিক জুটিদের পুজোর পোশাকের দারুণ আইডিয়া দিয়েছেন। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন।

বিদিশা চট্টোপাধ্যায়ের স্টাইলিংয়ে দুই তারকার মেকআপ করেছেন অভিজিৎ পাল। শম্পালী মৌলিকের তত্ত্বাবধানে ছবি তুলেছেন শিলাদিত্য দত্ত।

উৎসবের সাজে সোহিনী-অনির্বাণের পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। 'এক্সক্লুসিভ' সংবাদ প্রতিদিন-এ।