Advertisement
Advertisement

Breaking News

Celebrity Cricket League

সেলিব্রিটি ক্রিকেট লিগে ভারতসেরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ক্যাপ্টেন যিশুকে শুভেচ্ছা ‘বুম্বাদা’র

৯ বার ব্যর্থতার পর জয়ের হাসি হাসল 'বেঙ্গল টাইগার্স' টিম।

১০

আনন্দের জোয়ার টলিপাড়ায়। সেলিব্রিটি ক্রিকেট লিগে ভারত সেরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। ক্য়াপ্টেন যিশু সেনগুপ্তকে শুভেচ্ছা জানালেন 'বুম্বাদা' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

১০

খেলতে যাওয়ার আগে শহরের এক অভিজাত হোটেলের প্রেস কনফারেন্সে টিমের অধিনায়ক যীশু সেনগুপ্ত বলছিলেন, "মনে হচ্ছে এবছরটা আমাদের হতে চলেছে।"

১০

সেইকথাই অক্ষরে অক্ষরে ফলে গেল এবারের সেলিব্রিটি ক্রিকেট লিগে। ৯ বার ব্যর্থতার পর জয়ের হাসি হাসল 'বেঙ্গল টাইগার্স' টিম।

১০

রবিবার রাতে তিরুবনন্তপুরমে টলিউড তারকাই হাসল শেষ হাসি। কিচ্চা সুদীপের নেতৃত্বে কর্নাটক বুলডোজার্সকে হারিয়ে কলকাতার প্রথমবার সিসিএল খেতাব জয়ের মুহূর্তে যিশু আবেগতাড়িত হয়ে পড়েন।

১০

আগের দিন মুম্বইকে হারিয়ে ফাইনালে উঠে আবেগের কাছে হেরে গিয়েছিলেন কলকাতার টিমের অধিনায়ক। আবেগে কেঁদেও ফেলেন দুই মেয়েকে বুকে জড়িয়ে।

১০

ফাইনালেও তাই। পুরো টিম কাঁধে তুলে নিল। তাদের অধিনায়ককে। আসলে শুরু থেকে দলের প্রতত্যেকের মধ্যে বিশ্বাসের বীজমন্ত্রটা তো তিনিই বপন করে দেন। মাঠে যার পূর্ণ প্রতিফলন দেখা যায় টুর্নামেন্টের প্রথম থেকেই।

১০

প্রবল চাপের মধ্যেও কেউ প‌্যানিক বাটনে হাত দেননি। বরং মাথা ঠাণ্ডা রেখে সেই কঠিন মুহূর্তগুলো জিতেছে টিমটা। ফাইনালেও একটা সময় ভালরকম চাপে পড়ে গিয়েছিল বেঙ্গল টাইগার্স।

১০

শুরুটা যেভাবে করেছিল তারা, তাতে বেশ চাপ ছিল বেঙ্গল টাইগার্সের উপর। চাপ সামলে ঠিক ম‌্যাচ বের করে নিলেন চলিউড তারকারা। শেষমেশ ১৩ রানে ফাইনাল জয়।

১০

সত‌্যিই যিশু সেনগুপ্তর এই বেঙ্গল টাইগার্স একেবারে আলাদা। যারা চাপে পড়লে আর ভেঙে পড়ে না, বরং নিজেদের সেরাটা বের করে নিয়ে এসে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে যায়।

১০ ১০

টিমের মালিক বলিউড প্রযোজক বনি কাপুরও ততোধিক উচ্ছ্বসিত সিসিএল-এ প্রথম ট্রফির স্বাদ পেয়ে।