টালিগঞ্জের বনেদি বাড়ির ছেলে। মহানায়ক উত্তমকুমারের নাতি তিনি। তবে নিজের অভিনয় প্রতিভার জোরেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়।
বড়পর্দার মাধ্যমেই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন গৌরব। তরুণ মজুমদার পরিচালিত 'ভালোবাসার অনেক নাম' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
গৌরবের ছোটপর্দার সফর শুরু হয় 'দুর্গা' সিরিয়ালের মাধ্যমে। এর পর 'ঘরে ফেরার গান', 'বধূবরণ', 'করুণাময়ী রানি রাসমণি', 'গাঁটছড়া'র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন অভিনেতা।
সিরিয়ালের পাশাপাশি সিনেমা, ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন গৌরব। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' সিনেমায় তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
অভিনেত্রী-নৃত্যশিল্পী দেবলীনা কুমারকে বিয়ে করেছেন গৌরব। দেবলীনা আবার তৃণমূল নেতা তথা বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে।
এক সময় গৌরবের শরীরে সামান্য হলেও মেদ ছিল। কিন্তু এখন তাঁর কাছে ফিটনেসই যেন শেষ কথা। শরীরচর্চার পাশাপাশি নিয়মিত সাইকেল চালান টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.