Advertisement
Advertisement

Breaking News

Bollywood

অনন্ত-রাধিকার অনুষ্ঠানে বলিউডের হাজিরা, শাড়িতে মোহময়ী জাহ্নবী, হলুদে স্নান রণবীরের

সারা আলি খানের লেহেঙ্গায় গুজরাটের সংস্কৃতির ছোঁয়া।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রত্যেক অনুষ্ঠানে বলিউডের হাজিরা যেন বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

কালো পাঠানি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন সলমন খান। কিন্তু পরে তাঁর পরনে দেখা যায় গেরুয়া পাঞ্জাবি। গালে আবার ছিল হলুদ।

রণবীর সিং রীতিমতো হলুদে স্নান করে ফেলেছিলেন। অন্তঃসত্ত্বা দীপিকাকে এই অনুষ্ঠানে দেখা যায়নি। তবে রণবীর বেশ মজা করেছেন।

সঙ্গীতে ময়ূরের পালকের রঙের পোশাকে নজর কেড়েছিলেন জাহ্নবী কাপুর। গায়ে হলুদের অনুষ্ঠানে নজর কাড়লেন এই হলুদ শাড়িতে।

সারা আলি খানের লেহেঙ্গায় ছিল গুজরাটের সংস্কৃতির ছোঁয়া। হাতে বটুয়া নিয়ে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দেন তিনি।

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে। তবে আম্বানিদের কোনও অনুষ্ঠান মিস করছেন না অর্জুন কাপুর। এদিনও গিয়েছিলেন লাল পোশাকে সেজে।

সূত্রের খবর মানলে, বিচ্ছেদের জ্বালা অনন্য পাণ্ডের জীবনেও রয়েছে। আদিত্য রায়কাপুরের সঙ্গে আর দেখা যায় না তাঁকে। তবে হাসিমুখেই ছবি তুলেছেন চাঙ্কিকন্যা।

অনন্তর বিয়েতে এলাহি আয়োজন করছেন মুকেশ আম্বানি। এই কাজে বাবাকে সাহায্য করছেন আকাশ আম্বানি। দুজনকে একসঙ্গেই দেখা গেল।

গ্ল্যামারাস শাশুড়ি হয়ে নজর কাড়ছেন নীতা আম্বানি। গায়ে হলুদে অ্যান্টিক গোল্ডের হায়দরাবাদি কুর্তা পরেছেন তিনি। যা ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। ছবি: সংগৃহীত।