Advertisement
Advertisement

Breaking News

সৈকতে ঘনিষ্ঠ ফারহান-শিবানি, দেখুন নেটদুনিয়ায় ভাইরাল একগুচ্ছ ছবি

Advertisement

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর শিবানি দাণ্ডেকরের সঙ্গে ফারহান আখতারের ঘনিষ্ঠতা এখন প্রকাশ্য়ে। নিজেরা সম্পর্কের ব্য়াপারে খুল্লাম খুল্লা কথা না বললেও ছবিই যেন সবটা বলে দিচ্ছে।

গত ফেব্রুয়ারিতে মেক্সিকোয় ছুটি কাটান বলিউডের এই লাভ বার্ডস। সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ানোর সেসব ছবিই এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

স্বামী করণের সঙ্গে ফুরফুরে মেজাজে বিপস। নিজেই এছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

মলদ্বীপের সৈকতে নীল বিকিনিতে ভক্তদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ালেন বলি ডিভা কৃতী শ্যানন।

আটলান্টায় জোনাস ব্রাদার্সের কনসার্টে সপরিবারে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।

বড়পর্দায় এখন তাঁকে কার্যত দেখাই যায় না। তবে নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় 'কহো না পেয়ার হ্যায়' খ্যাত নায়িকা আমিশা প্যাটেল।