মঙ্গলবার সকাল সকাল হলুদ ট্যাক্সিতে চড়ে বসলেন বলিউড তারকা কিয়ারা আডবাণী ও বরুণ ধাওয়ান। বরুণের পরনে ডেনিম জ্যাকটে, হলুদ পোশাকে কিয়ারা। ছবি- অরিজিৎ সাহা
নতুন ছবি 'যুগ যুগ জিও'র প্রচারে কলকাতায় এসে এমনই কাণ্ড করে বসলেন এই তারকা জুটি! দিনের শুরুটা করলেন কলকাতার অলিগলিতে ঘুরে। ছবি- অরিজিৎ সাহা
ট্যাক্সি চলল দ্রুত গতিতে। ধর্মতলা থেকে সোজা পার্কস্ট্রিট। কলকাতার রাজপথে চোখ রেখে কিয়ারা বলে উঠলেন, এই শহরের মানুষদের মুখে সব সময়ই হাসি। তাই তো এই শহরের নাম সিটি অফ জয়। ছবি- অরিজিৎ সাহা
হঠাৎ ভিক্টোরিয়ার সামনে নেমে পড়লেন। ফুচকা খেতে ইচ্ছে হলেও, তা খাওয়া হল না। তবে কিয়ারা-বরুণের প্ল্যান কে সি দাসের মিষ্টি দই খাওয়া। সে ইচ্ছে অবশ্য পূরণ হয়েছে জুটির। ছবি- অরিজিৎ সাহা
ফ্লুরিজে পৌঁছে কফির কাপে চুমুক দিলেন। প্রিয় নায়ক-নায়িকাকে দেখার জন্য ফ্লুরিজের বাইরে তখন তুমুল ভিড়। ছবি- অরিজিৎ সাহা
এক দম্পতির সম্পর্কের গল্প ‘যুগ যুগ জিও’। সেই ছবির প্রচারেই কলকাতায় ঘুরে গেলেন কিয়ারা ও বরুণ। ছবি- অরিজিৎ সাহা
রাজ মেহতার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধবন, কিয়ারা আডবাণী, প্রাযক্তা কোলি, মণীশ পাল। ছবি- অরিজিৎ সাহা
আগামী ২৪ জুন মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। প্রচারে বেশে খোশমেজাজেই ছিলেন বরুণ-কিয়ারা। ছবি - গোপাল দাস
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.