Advertisement
Advertisement

Breaking News

Bohurupi

শ্রেয়া-অনুপমের ‘আজ সারা বেলা’, নতুন গানে আসর জমাল ‘বহুরূপী’ টিম

পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বহুরূপী'।

মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজো রিলিজ বহুরূপীর নতুন গান আজ সারা বেলা। এই গানে জুটি বাঁধলেন সঙ্গীত পরিচালক অনুপম রায় ও শ্রেয়া ঘোষাল। গানের লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়. আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী।

পুজোর মরশুমে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’। ছবির পয়লা ঝলক প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল। প্রতিবাদী শহরের মন খারাপেও দর্শকরা যে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, শিবপ্রসাদ ও নন্দিতার বহুরূপীকে, তা বলাই বাহুল্য।

লোকগানের ছন্দে শিবপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। আর সেই গানেরই প্রশংসায় পঞ্চমুখ অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান।

নব্বইয়ের দশকে ঘটে যাওয়া দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি এবং সেই ঘটনার নেপথ্যের যড়যন্ত্রকারী, আর তাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে। গত বছরের পুজোয় বক্স অফিসের গেম চেঞ্জার ছিল তাঁদের ‘রক্তবীজ’।

এবারে তিনি একেবারে মারকাটারি মেজাজে হয়েছেন এসআই সুমন্ত ঘোষাল। অন্যদিকে ধুরন্ধর ‘বহুরূপী’ বিক্রমের চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ঋতাভরী চক্রবর্তী ও কৌশানি মুখোপাধ্যায়।