Advertisement
Advertisement

Breaking News

Kali Puja

হারিয়ে যাওয়া কলকাতায় ঢুঁ মারতে চান? ঘুরে আসুন বিজয়গড়ের এই পুজোয়

নিজের ঐতিহ্য আর সৃষ্টিতেই অনন্য তিলোত্তমা। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।

শহরজুড়ে উৎসবের আমেজ। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই আলোর মেলা। আর আপনিও যদি কলকাতার কালীপুজোর পরিক্রমার পরিকল্পনা করে থাকেন, তবে অবশ্যই ঘুরে আসুন বিজয়গড় ৬-এর পল্লিতে।

এ কলকাতার আনাচে-কানাচে লুকিয়ে বহু ইতিহাস। নিজের ঐতিহ্য আর সৃষ্টিতেই অনন্য তিলোত্তমা। কিন্তু যুগে যুগে বহু সৃষ্টিই এখন ধূসর। এককালে যা ছিল কলকাতার গর্ব, তা আজ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

পুজোর থিমশিল্পী সুশোভন রায় বলছেন, আধুনিকতার অজুহাতে আমরা এমন অনেক কিছুর যত্ন নেওয়া ছেড়ে দিয়েছি, যা একসময় ছিল অমূল্য। সাদা-কালো টেলিভিশন সেট, সুলেখা কালী থেকে রকের আড্ডা, ঘোড়ায় টানা ট্রাম, এসবই এখন ইতিকথা।

কালীপুজোয় সেই সব দিনের কথাই মনে করিয়েছেন শিল্পী। যখন 'শিল কাটাই' শব্দে ঘুম ভাঙত শহরের। বায়োস্কোপে চোখ রাখতে উৎসুক থাকত কচিকাঁচারা।

এখন এসবই নস্ট্যালজিয়া। সেই পুরনো গল্পগুলো আজও বেঁচে আছে আমাদের স্মৃতির অলিগলিতে। এই মণ্ডপে দাঁড়িয়ে সেই অতীতই অনুভূত হবে আরও একবার।

উদ্যোক্তাদেরও আশা, এই পুজোয় পা রেখে পুরনো সতেচ-প্রাণোবন্ত কলকাতার স্বাদ পাবেন দর্শকরা। আধুনিকতার মোড়ক থেকে এক মুহূর্তের জন্য বেরিয়ে খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার সুযোগ করে দেবে এই পুজো।