Advertisement
Advertisement

Breaking News

Bijoya Dashami 2014

দশমীতে রাঙা হল টলিউড, প্রথম সিঁদুরখেলা শ্রীময়ীর, কলকাতায় রিয়া-পূজা, দেখুন তারকাদের অ্যালবাম

রিয়া-রাইমা, কোয়েল, শুভশ্রী-দর্শনা-সহ টলি তারকাদের বিজয়া পালনের ছবি দেখুন।

১১

আজ উমার কৈলাসে ফেরার পালা। মায়ের বিদায় ভারাক্রান্ত সকলেই। তবে প্রতিবারের মতো এবারেও টলিউড তারকারা সিঁদুরখেলায় মেতেছেন। "প্রথমবার বিয়ের পর কলকাতায় পুজো কাটালাম। মা চলে যাচ্ছেন, একটু কষ্ট তো লাগছেই। তবে প্রথমবার কলকাতায় সিঁদুর খেললাম", বললেন রিয়া।

১১

"ভালোই লাগছে অনেক বছর বাদে বোন রিয়ার সঙ্গে সিঁদুর খেলে। অন্তত একসঙ্গে পুজোটা কাটাতে পারলাম আমরা", বলছেন রাইমা সেন।

১১

নাগেরবাজার দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির তরঙ্গ মন্ডপে সিঁদুর খেলেছেন তনুশ্রী থেকে রাইমা, রিয়া, পূজা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক তারকা।

১১

আরবানায় দুর্গাপুজোয় সপরিবারে বিজয়া উদযাপন রাজ-শুভশ্রীর। দশমীর সকালে সেখানেই সিঁদুর খেললেন অভিনেত্রী।

১১

দশমীর জন্য মুম্বই থেকে কলকাতায় পূজা বন্দ্যোপাধ্যায়। নাগেরবাজার দক্ষিণপাড়া দুর্গোৎসবে সিঁদুর খেলে বললেন, "মাকে সিঁদুর ছোঁয়ানোর পর সেই আশীর্বাদী সিঁদুর সবাইকে দেওয়া সৌভাগ্যের প্রতীক। সারাবছর এই দিনটার জন্য অপেক্ষা করি"

১১

অন্তঃসত্ত্বা কোয়েল মল্লিকও সিঁদুর খেললেন মল্লিক বাড়িতে। সকলকে শুভেচ্ছা জানিয়ে তাঁর মন্তব্য, "শুভ বিজয়া। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজ মন খারাপের দিন। তবুও নিজেদের সান্ত্বনা দেওয়া, আসছে বছর আবার হবে। সকলে ভালো থাকবেন, সুখে-শান্তিতে থাকবেন। ভালো রাখবেন। সকলের সুস্থতা কামনা করি"

১১

বিয়ের পর প্রথম পুজো কাঞ্চন-শ্রীময়ীর। অতঃপর অভিনেত্রীর কাছে যে সিঁদুর খেলা কিংবা বিজয়া পালনের অনুভূতি অন্যরকম হবে, তা বলাই বাহুল্য। কাঞ্চনকে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে সিঁদুর খেললেন শ্রীময়ী।

১১

বিবাহিত হিসেবে প্রথমবার সিঁদুর খেলায় মাতলেন দর্শনা বণিক। লাল টুকটুকে শাড়ি পরে দেবীকে বরণ করেন অভিনেত্রী।

১১

পরনে জামদানি শাড়ি, সিঁদুরে রাঙা মুখ, যশকে সঙ্গে নিয়ে দশমী উদযাপন নুসরত জাহানের। সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।

১০ ১১

সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলতে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

১১ ১১

বিজয়া দশমীতে সপরিবারে সিঁদুর খেলায় মাতলেন গৌরব-দেবলীনাও।