চিরাচরিত ময়দানি রেওয়াজে বারপুজো সেরেই বাংলা বছরের পথচলা শুরু হল মোহনবাগানে। ফুটবলার-কর্মকর্তাদের সমাগমে উৎসবের মেজাজ ধরা পড়ল ক্লাব প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররাও। ছবি: অমিত মৌলিক।
নববর্ষের পরদিনই আইএসএলের লিগ শিল্ডের লড়াইয়ে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে মোহনবাগান। তার আগে বারপুজোর অনুষ্ঠানে ছিলেন ক্লাবকর্তা-ফুটবলাররা। সভাপতি টুটু বোসও উপস্থিত ছিলেন মোহনবাগান মাঠে। ছবি: অমিত মৌলিক।
ইস্টবেঙ্গল ক্লাবেও মহাসমারোহে পালিত হল বারপুজো। চলতি আইএসএলে লাল-হলুদের যাত্রা শেষ হলেও উৎসবের আবহে কোনও ঘাটতি ছিল না। ছবি: সায়ন্তন ঘোষ।
বারপুজো উপলক্ষ্যে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন শৌভিক চক্রবর্তী, ক্লেইটন সিলভা, কোচ কার্লেস কুয়াদ্রাত। উপস্থিত ছিলেন ক্লাবকর্তা দেবব্রত সরকার, প্রাক্তনী মনোরঞ্জন ভট্টাচার্যও। ছবি: সায়ন্তন ঘোষ।
নববর্ষের আগেই বড়সড় চমক নিয়ে হাজির ভবানীপুর ক্লাব। লা লিগা অ্যাকাডেমির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব। লা লিগার ‘ফুটবল ডেভলপমেন্ট প্ল্যান’ অনুসরণ করে ফুটবলার তৈরি করা হবে ‘ভবানীপুর এফসি প্রো-ইন্ডিয়া সেন্টার অফ এক্সেলেন্সে’। ছবি: পিন্টু প্রধান।
ভবানীপুর ক্লাবের বারপুজোয় এদিন চাঁদের হাট। ছিলেন ক্লাবের শীর্ষকর্তা সৃঞ্জয় বোস, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, ভারতে লা লিগা স্কুলের টেকনিক্যাল ডিরেক্টর মিগুয়েল কাসাল সহ আরও অনেকে। ছবি: পিন্টু প্রধান।
এক ঝাঁক খুদে ফুটবলারদের সামনে রেখেই হল বারপুজোর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সেনের মতো প্রাক্তন ফুটবলাররাও। ছবি: পিন্টু প্রধান।
ক্লাব তাঁবুতে খোশমেজাজে পাওয়া গেল টুটু বোসকে। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, কুণাল ঘোষের সঙ্গে চলল জমাটি আড্ডা। ছবি: পিন্টু প্রধান।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.