অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনা দেশত্যাগ করার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পরীমণি। 'মা বাংলাদেশ' যে তাঁর হয়ে প্রতিশোধ নিয়েছে সেকথা জানিয়েছিলেন।
কিন্তু দেশ উত্তাল বলে কি আর নিজের একমাত্র সম্বল ছেলের জন্মদিন পালন হবে না! মন শক্ত রেখেই দারুণ বার্থডে পার্টির আয়োজন করে ফেললেন অভিনেত্রী।
সম্প্রতি ২ বছরে পা রাখল পরীমণির ছেলে রাজ্য। জানা গিয়েছে, সেই প্রেক্ষিতে পদ্মাবক্ষে সুন্দর জন্মদিনের আয়োজন করেছিলেন তিনি।
গোটা আসর সেজে উঠেছিল সুন্দরবন থিমে। পরীমণির পোশাক যেন প্রজাপতির মতো। আর সুন্দরবনব মানেই প্রথমে দক্ষিণারায় রয়েল বেঙ্গল টাইগার-এর কথা মাথায় আসে। যা কিনা বাংলাদেশের জাতীয় পশুও।
থিমের সঙ্গে মানানসই পোশাকও ডিজাইন করিয়েছিলেন পরীমণি। ছেলেকে সাজিয়েছিলেন বাঘের মতো ডোরাকাটা ডিজাইনের ব্লেজারে।
ছোট্ট পুন্যকে দিব্যি লাগছিল দেখতে। মায়ের হাত ধরে কেক কাটতে দেখা যায় তাকে। দত্তককন্যাকেও কোলে নিয়ে ছবি তোলেন পরীমণি।
কোনও ছবিতে সকলের সঙ্গে উল্লাসে মেতে উঠতে দেখা যায় পরীপুত্রকে। একমাত্র সন্তানের দুই বছরে জন্মদিনের আয়োজনে কোনওরকম খামতি রাখেননি অভিনেত্রী।
ছেলের বার্থডে পার্টির অ্যালবাম শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন মা পরীমণি। আর সকলের কাছে একটাই আর্জি, "আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ। দোয়া করবেন।" (ছবি : ফেসবুক)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.