Advertisement
Advertisement
Shreya Chaudhry

ছবি দেখুন, ক্যাপশন নয়, বোল্ড মেজাজে ‘বন্দিশ ব্যান্ডিটস’ গার্ল শ্রেয়া

একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

মেদহীন শরীর। কালো টু-পিস ও সামান্য সোনালি আভরণ। তাতেই নেটদুনিয়ায় ঝড় তুললেন 'বন্দিশ ব্যান্ডিটস' গার্ল শ্রেয়া চৌধুরী।

শুধু ক্যাপশন নয়, ছবি দেখার আর্জি জানিয়ে নিজের এই মুহূর্তগুলো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রেয়া। তাতেই মুগ্ধ অনুরাগীরা।

কলকাতাতেই জন্ম শ্রেয়ার। প্রথমে মডেলিং, পরে অভিনয় জগতে নজর কাড়েন তারকা। ২০১৭ সালে 'ডিয়ার মায়া' ছবিতে দেখা গিয়েছিল শ্রেয়াকে।

এর পর আসে 'বন্দিশ ব্যান্ডিট' পর্ব। আমাজন প্রাইমের ওয়েব সিরিজে ঋত্বিক ভৌমিকের বিপরীতে পপ তারকা তামান্নার চরিত্রে অভিনয় করে প্রশংসা পান শ্রেয়া।

গত বছর 'কমান্ডো' সিনেমায় দেখা গিয়েছিল শ্রেয়াকে। এবার 'বন্দিশ ব্যান্ডিট'স সিরিজের দ্বিতীয় মরশুমের পালা। সেখানে এবার রাধে-তামান্নার দ্বৈরথও দেখা যেতে পারে।

১৩ ডিসেম্বর থেকে দেখা যাবে 'বন্দিশ ব্যান্ডিট'স সিরিজের নতুন এপিসোড। তার আগে নিজের এই বোল্ড ছবিতে নেটপাড়ায় আগুন ঝরালেন শ্রেয়া। ছবি: ইনস্টাগ্রাম।