Advertisement
Advertisement
Ayodhya

দীপোৎসবে আলোকিত অযোধ্যার গিনেস রেকর্ড, ঘরে ফেরা রামলালার বিগ্রহে বিজয় তিলক যোগীর

২৫ লক্ষ প্রদীপের আলোয় নতুন নজির অযোধ্যার।

১১

মহা সমারোহে অযোধ্যায় পালিত হল দীপোৎসব। সরযূ নদীর তীরে ২৫ লাখ প্রদীপ জ্বালিয়ে, নিজেদেরই গত বছরের পুরনো রেকর্ড (২১ লাখ) ভাঙল অযোধ্যা প্রশাসন।

১১

২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫ প্রদীপ জ্বলল রামলালার শহরে। একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করলেন ১ হাজার ১২১ জন। সেই তালিকায় শামিল হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

১১

থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মায়ানমার, মালয়েশিয়া এবং নেপাল থেকে এসেছে রাম-লীলার দল। সঙ্গে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা গোষ্ঠীও। রাবণবধের দৃশ্য তুলে ধরেন তাঁরা।

১১

অযোধ্যার মতোই দীপোৎসব হবে কাশী-মথুরাতেও, বার্তা দিলে যোগী। সেই সঙ্গে জানালেন, প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরও দৃঢ় হয় জাতীয় ঐক্য।

১১

৫০০ বছর পরে ঘরে ফিরেছেন রামলালা। অযোধ্যার রামমন্দির উদ্বোধনের পর এই প্রথম দীপাবলি পালন করবেন ভগবান রাম। বিশেষ উৎসব উপলক্ষে আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা রামমন্দির। জোরকদমে চলছে দীপাবলির প্রস্তুতি।

১১

মহাসমারোহে দীপোৎসব আয়োজিত হলেও সেখানে থেকে গেল বিতর্কের ছোঁয়া। খোদ স্থানীয় সাংসদ অবধেশ প্রসাদকে নাকি দীপোৎসবে আমন্ত্রণই জানানো হয়নি। কোনও পাসও দেওয়া হয়নি।

১১

উত্তরপ্রদেশ সরকার ও রাম মন্দির ট্রাস্টের যৌথ উদ্যোগে এদিন ফের গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলল অযোধ্যা।

১১

সরযূ নদীর ৫৫টি ঘাটে একযোগে আরতিতে মেতে ওঠেন সকলে। ৫০০টি ড্রোনের মাধ্যমে ভগবান রামের জীবনকাহিনি ফুটে ওঠে অযোধ্যার আকাশে।

১১

অবধ বিশ্ববিদ্যালয় ছিল দীপোৎসবে আয়োজনের দায়িত্বে। পার্শ্ববর্তী জেলাগুলি থেকে আনা হয় ২৮ লাখ প্রদীপ, ৬১ হাজার লিটার ঘি। প্রদীপ জ্বালানো হয় ২৫ হাজার স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে।

১০ ১১

লাখ লাখ প্রদীপের সঙ্গে লেজার শো, ড্রোন শোর মাধ্যমে সরযূ তীরে তৈরি হল এক অদ্ভুত সুন্দর বাতাবরণ। রামায়ণের বিভিন্ন মুহূর্ত দেখানো হল লেজার শোয়ের মাধ্যমে।

১১ ১১

রামমন্দিরে রামলালার মূর্তিতে বিজয় তিলক পরান যোগী। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বরণ করেন রামলালাকে।