৫ আগস্ট, বুধবার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমিপুজো হবে।
মন্দির নির্মাণকারীদের দাবি, কল্পনাকেও হার মানাবে রাম মন্দির
মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। ১৯৮৮ সালের নকশাতে একটু বদল হয়েছে। আগে এর প্রস্তাবিত উচ্চতা ছিল ১৪১ ফুট
মন্দিরে পাঁচটা গম্বুজাকৃতি মণ্ডপ ও একটি চূড়া থাকবে। দু'টি গম্বুজাকৃতি মণ্ডপ যোগ হয়েছে।
মন্দিরে স্তম্ভের সংখ্যা ২১২ থেকে বাড়িয়ে ৩৬০ করা হচ্ছে।
মন্দিরের সিঁড়ির উচ্চতা হবে ১৬ ফুট।মূল মন্দিরের পাশে আরও চারটি মন্দির তৈরি করা হবে।
শ্রী রামের নাম খোদাই করা ২ লক্ষ ইট দিয়ে তৈরি হবে মন্দির।
অন্তত সাড়ে তিন বছর সময় লাগবে মন্দির নির্মাণে, খরচ হবে আনুমানিক ৩০০ কোটি টাকা।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.