'অমর একুশে'র আবেগ, রাতভর আলপনায় সেজে উঠল বাংলাদেশের পথঘাট। নিজস্ব চিত্র।
শাহবাগ চত্বর, একুশের শহিদ বেদি নানা রঙের আলপনায় রাঙিয়ে তুললেন সংস্কৃতিপ্রেমী মানুষজন। নিজস্ব চিত্র।
একুশ আবেগ সঙ্গে নিয়ে পথচলা। ব্যস্ত রাজপথে দীর্ঘ আলপনা, তার দুপাশ দিয়েই চলছে যানবাহন, হাঁটছেন পথচারীরা। নিজস্ব চিত্র।
মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাচ্ছে ফুলের আলপনায় সাজল ঢাকার শহিদ বেদি। তার শোভা দেখতে ভিড় জনতার। নিজস্ব চিত্র।
একুশে ফেব্রুয়ারি সকাল থেকেই মাতৃভাষার টানে শত শত অনুরাগী জমায়েত করেন ঢাকার শহিদ মিনার চত্বরে। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন মানুষজন। নিজস্ব চিত্র।
মাগুরার সাংসদ হয়েই মাতৃভাষা দিবস পালনে তৎপর ক্রিকেটার শাকিব-আল হাসান। তাঁর নেতৃত্বে মাগুরায় রাত জেগে দীর্ঘ আলপনা দিলেন স্থানীয়রা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.