Advertisement
Advertisement
Poland

৪ দশক পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে মোদি, রইল ঐতিহাসিক সফরের নানা মুহূর্ত

'ভারত বিশ্ববন্ধু' , পোল্যান্ডের মাটি থেকে বলেন প্রধানমন্ত্রী মোদি।

১০

বুধবার ভারতীয় সময় বিকাল সাড়ে ৫টা নাগাদ পোল্যান্ডের রাজধানী ওয়ারশর বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান। ছবি- পিটিআই

১০

৪৫ বছর পর প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ডে গিয়েছেন মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যার্থনা জানানো হয় তাঁকে। ছবি- পিটিআই

১০

হোটেলে গরবা নাচের মাধ্যমে স্বাগত জানানো হয় মোদিকে। নৃত্যশিল্পীদের মধ্যে ছিলেন পোলিশরাও। সকলের সঙ্গে এক ফ্রেমে নমো। ছবি- পিটিআই

১০

মোদির আগমনে উচ্ছ্বসিত পোল্যান্ডের অনাবাসী ভারতীয় ও পোলিশরা। হোটেলে একসঙ্গে মোদিকে স্বাগত জানান সকলে। শিশুদের সঙ্গে খোশ মেজাজে ধরা দেন ভারতের প্রধানমন্ত্রী। ছবি- পিটিআই

১০

বুধবার রাতেই মোদি দেখা করেন অনাবাসী ভারতীয়দের সঙ্গে। ভাষণে তিনি বলেন, "আজকের ভারত বিশ্ববন্ধু।" ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল

১০

প্রধানমন্ত্রী মোদিকে সামনে থেকে দেখে উচ্ছ্বসিত সকলে। তাঁর সঙ্গে হাত মেলানোর পাশাপাশি ছবি তুলতেও এগিয়ে আসেন সকলে। ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল

১০

পোল্যান্ডে পৌঁছে মন্টে ক্যাসিনো যুদ্ধের স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল

১০

ওয়ারশয়ে অবস্থিত ভারতের জামনগরের জাম সাহেবের স্মৃতি সৌধেও শ্রদ্ধা জানান মোদি। জাম সাহেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোলিশদের আশ্রয় দিয়েছিলেন। ছবি- পিটিআই

১০

মন্টে ক্যাসিনো যুদ্ধের স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপনের পর পোলিশদের সঙ্গে এক ফ্রেমে ধরা দেন মোদি। ছবি- পিটিআই

১০ ১০

ওয়ারশয়ে অবস্থিত কোলহাপুরের রাজ পরিবারের স্মৃতি সৌধে সম্মান জানান মোদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের হাজার হাজার নারী ও শিশুদের আশ্রয় দিয়েছিল এই পরিবার। ছবি- প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল