Advertisement
Advertisement
Artist

কলকাতার রাস্তায় ‘বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশে মূর্তি ভাঙলেও মনে রয়েছে মুজিব’, বলছেন শিল্পী

Advertisement

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন। কিন্তু হাসিনাহীন বাংলাদেশে ফিকে হয়ে গিয়েছে এই দিনের মাহাত্ম্য।

গত বছরের ৫ আগস্ট গদিচ্যুত হয়ে দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে বাংলাদেশজুড়ে মুজিবের মূর্তি ভেঙেছে মৌলবাদীরা।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ওপার বাংলায় মুজিবের মূর্তি ভাঙলেও এপারে তাঁর মূর্তি নিজের বুকে গড়েছেন স্ট্যাচু শিল্পী কৃষ্ণ বৈরাগী।

আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁকে সম্মান জানাতে এরকমই বেশ ধারণ করেছেন কৃষ্ণবাবু। দিনভর ঘুরে বেরিয়েছেন কলকাতার অলিগলিতে।

দীর্ঘ ২৬ বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কৃষ্ণবাবু। নেশাই এখন তাঁর পেশা।

মুজিবের সাজের সমস্ত মেক আপ নিজেই করেছেন এই শিল্পী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ব্যথা দেয় তাঁর মনেও। কৃষ্ণবাবুর ছবি- পিন্টু প্রধান।