Advertisement
Advertisement
Lionel Messi

মেসির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্টিনেজ

২০২২-র বিশ্বকাপের পরই চর্চায় আসে আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্টিনেজের নাম।

লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর প্রেমকাহিনি যথেষ্ট জনপ্রিয়। সেখানে কি তৃতীয় চরিত্রের আগমন ঘটেছিল? ২০২২-র বিশ্বকাপের পরই চর্চায় আসে আর্জেন্টিনার সাংবাদিক সোফি মার্টিনেজের নাম।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সময় কাতারে ছিলেন সোফি। নীল-সাদা জার্সিধারীদের সঙ্গে তাঁর একাধিক ছবিও আছে। বিশ্বজয়ের পর মেসির একটি ইন্টারভিউ নেন তিনি।

তারপরই জল্পনা ছড়ায়। তাহলে কি আন্তোনেল্লার সঙ্গে বিচ্ছেদ আসন্ন? আর্জেন্টিনার সাংবাদিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন মেসি? অবশেষে সেই নিয়ে মুখ খুললেন সোফি।

সোফির বক্তব্য, এই জল্পনার জেরে তাঁর ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাধ্য হয়ে বিষয়টি নিয়ে সর্বসমক্ষে কথা বলছেন তিনি। সোফি পরিষ্কার করেই জানাচ্ছেন, দুজনের মধ্যে কোনও রকম সম্পর্ক নেই।

যদিও এই জল্পনার জন্য তিনি আন্তোনেলাকে দায়ী করতে রাজি নন। সোফি স্পষ্ট করে জানেনও না কীভাবে এই জল্পনা শুরু হল। তবে তিনি আঙুল তুলছেন সমর্থকদের দিকে।

খুব ছোটবেলা থেকে মেসি ও আন্তোনেলার প্রেমকাহিনি শুরু হয়। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তিন ছেলে রয়েছে তাঁদের।

সোফিকে নিয়ে জল্পনা থাকলেও এই নিয়ে কখনও মুখ খোলেননি মেসি বা আন্তোনেলা। সাম্প্রতিক সময়ে ক্রিসমাস বা নিউ ইয়ারে পরিবারের সঙ্গে ছবি দেন মেসি।