Advertisement
Advertisement

Breaking News

Aparajita Adhya

‘শীতকালের সুখবর’, নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে আরও একবার অপরাজিতা আঢ্য

নতুন চমক উইন্ডোজের!

প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য ফের একবার ইমামি গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। আর সেই সুবাদেই আরও একবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ধরা দিলেন উইন্ডোজের 'ঘরের মেয়ে' অপরাজিতা আঢ্য।

'রামধনু', 'বেলাশেষে', 'প্রাক্তন', 'পোস্ত' থেকে 'রক্তবীজ', 'বহুরূপী'র মতো একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে উইন্ডোজ। তবে বড়পর্দার বাইরে বিজ্ঞাপনী জগতেও কিন্তু সফল পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদ।

শুক্রবার সেই বিজ্ঞাপনী প্রচারেই হাজির ছিলেন নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, জিনিয়া সেন এবং অভিষী সুরেকা।

এবার ইমামি গ্রুপের প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের গল্পেও মা-মেয়ের সম্পর্কের উষ্ণ ছোঁয়া রাখলেন উইন্ডোজ জুটি। অপরাজিতাকে দেখা গেল মায়ের ভূমিকায়। আর তাঁর খুদে মেয়ের ভূমিকায় অহনা।

বিজ্ঞাপনে শীতকালে ত্বকচর্চার মন্ত্র দিলেন মা-মেয়ে জুটি। ইমামি গ্রুপের এই প্রসাধনী দ্রব্য অবশ্য কয়েক দশক ধরেই বাঙালির অন্দরমহলে বহুল পরিচিত। অ্যান্টিসেপটিক ক্রিম হিসেবেও জুড়ি মেলা ভার!

উল্লেখ্য, এর আগেও ইমামি গ্রুপের বিভিন্ন বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনে আমবাঙালির মন জয় করেছেন নন্দিতা-শিবপ্রসাদ।