Anil Ambani and wife Tina's elder son Anmol married Khrisha Shah । Sangbad Pratidin
Advertisement
Advertisement

Breaking News

সাতপাকে বাঁধা পড়লেন অনিল আম্বানি ও টিনার ছেলে আনমোল ও কৃশা, দেখে নিন ছবি

আম্বানি পরিবারের নববধূর পরিচয় জানেন?

১০

আম্বানি পরিবারে বাজল বিয়ের আসর। বিবাহবন্ধনে বাঁধা পড়লেন অনিল আম্বানি এবং টিনা মুনিমের বড় ছেলে আনমোল। ছবি: ইনস্টাগ্রাম।

১০

আনমোল এবং কৃশার মন দেওয়া নেওয়া হয়েছিল আগেই। রিলায়েন্স ক্যাপিটালের ডিরেক্টর আনমোল এবং সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ডিসকোর সিইও কৃশা গত বছর বাগদান পর্ব সারেন দু'জনে। রবিবার মুম্বইতে বসে বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম।

১০

কৃশার চুড়া সেরিমনির ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম।

১০

লাল রংয়ের লেহেঙ্গায় সাজেন কৃশা। নববধূর গায়ে ছিল হিরে এবং পান্নার গয়না। ছবি: ইনস্টাগ্রাম।

১০

আম্বানি পরিবারের বিয়ে বলে কথা। তাই বিয়ের অনুষ্ঠানে বসে চাঁদের হাট। বচ্চন পরিবারের প্রায় সকলেই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছবি: ইনস্টাগ্রাম।

১০

বিয়েবাড়িতে চুটিয়ে আনন্দ করেন জয়া বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম।

১০

অভিষেক বচ্চনও মেতে ওঠেন আম্বানি পরিবারের বিয়েতে। ছবি: ইনস্টাগ্রাম।

১০

ছেলের বিয়েতে লাল এবং কালো রংয়ের লেহেঙ্গায় সেজে ওঠেন টিনা। ছবি: ইনস্টাগ্রাম।

১০

হালকা গোলাপি রংয়ের রেশমের ঘাগরায় সাজেন নীতা আম্বানি। ছবি: ইনস্টাগ্রাম।

১০ ১০

সুপ্রিয়া সুলে নীল রংয়ের শাড়িতে সেজে ওঠেন। ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলাও বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। ছবি: ইনস্টাগ্রাম।