Advertisement
Advertisement

Breaking News

Ambani Wedding

অবশেষে অনন্ত-রাধিকার ৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি ফাঁস, দেখুন অ্যালবাম

দেখুন ছাদনাতলার কোটি টাকার মুহূর্ত।

রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে ১২ জুলাই, শুক্রবার অনন্ত-রাধিকার চার হাত এক হয়েছে। তিন দিনব্যাপী এহেন রাজকীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী গোটা ভূ-ভারত।

বিয়ের দিন নবদম্পতিকে আশীর্বাদ করে আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শনিবার ‘শুভ আশীর্বাদ’ অর্থাৎ বধূবরণের অনুষ্ঠানেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে সাধু-সন্তরা এসে নবদম্পতি আশীর্বাদ করে গিয়েছেন।

বলিউড থেকে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, রণবীর-আলিয়া থেকে শুরু করে বিটাউনের একাধিক তারকা। কিম কার্দাশিয়ানের উপস্থিতিও নজর কেড়েছে। এবার সাদা-কালো ফ্রেমে নবদম্পতির মিষ্টি ছবি মন কাড়ল নেটপাড়ার।

প্রাকবিবাহ থেকে বিয়ের প্রতিটি অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। সেই চমক বিয়ে, রিসেপশনেও বাদ যায়নি।

৫০০০ কোটির রাজকীয় বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিল গোটা দেশবাসী। শুক্রবার রাতে বিয়ের তিন দিন বাদে অবশেষে ফাঁস হল অনন্ত-রাধিকার বিয়ের ছবি।

যেখানে অনন্তের বরযাত্রী থেকে সিঁদুরদান, মালাবদল, বিয়ের অনুষ্ঠানের থিমের সব ঝলকই দেখা গেল।

বিয়ের অনুষ্ঠানের জন্য আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন রাধিকা। যা কিনা গুজরাতের কারুশিল্প ‘পনিটর’-এর অনুপ্রেরণায় তৈরি। হালকা গোলাপি আভায় আম্বানিবধূকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তবে বিয়ের আসরে কিন্তু পুরনো গয়না পরেই বসেছিলেন তিনি। এদিকে অনন্তকে দেখা গিয়েছে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার পাঞ্জাবিতে।

'মঙ্গল উৎসব' অনুষ্ঠানের পরের দিনই প্রকাশ্যে এল বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি। (ছবি: ইনস্টাগ্রাম)