Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

ঠান্ডা লড়াই ভুলে রামনামে একাকার বলিউড আর দক্ষিণ! অযোধ্যায় কাপুর-বচ্চন থেকে রজনী-রামচরণ

রামলালাকে স্বাগত জানাতে অযোধ্যায় তারকা সমাবেশ। দেখুন অ্যালবাম।

১১

রামের ছত্রতলে বলিউড-দক্ষিণ, অযোধ্যায় রণবীর-আলিয়া, বচ্চনরা। হাজির রামচরণ-চিরঞ্জিবীও। দক্ষিণী ছবির রমরমায় চাপা পড়ছে বলিউডি গ্ল্যামার। বক্স অফিসেও হিন্দি ছবিকে পিছনে ফেলেছে দক্ষিণ ভারত। রাম দরবারে এসে পরস্পরের মধ্যে ঠান্ডা লড়াই অতীত। সকলের মুখে একই ধ্বনি। জয় শ্রীরাম। (ছবি: পিটিআই )

১১

ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে অমিতাভ বচ্চনও অযোধ্যায় পৌঁছলেন। গ্ল্যামার দুনিয়াও যে রামজোয়ারে ভাসছে, তা বলাই বাহুল্য। (ছবি: পিটিআই )

১১

‘রাম কে নাম’ অযোধ্যায় ধুতি, সাদা শাল পরে রণবীর কাপুর (Ranbir Kapoor)। বড়পর্দায় রাম হওয়ার আগেই বড় চমক দিলেন কাপুরনন্দন। সঙ্গে আলিয়া ভাট (Alia Bhatt)। পরনে সবুজ শাড়ি। সঙ্গে মানানসই শাল।

১১

আজ, সোমবার পুণ্যতিথিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ( Ram Mandir Inauguration)। রামমন্দির উদ্বোধনের অপেক্ষায় গোটা দেশ। বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির একাধিক তারকা অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফরা (Vicky Kaushal, Katrina Kaif)।

১১

রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য অযোধ্যায় গতকালই পৌঁছে রজনীকান্তের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিলেন রজনীকান্ত।

১১

ট্র্যাডিশনাল পোশাকে জ্যাকি শ্রফ, আয়ুষ্মান খুরানাও অযোধ্যায়।

১১

আর ঘণ্টাখানেকের অপেক্ষা। অযোধ্যা নগরীতে রামমন্দিরের দরজা খুলছে পুণ্যার্থীদের জন্য। অযোধ্য়ায় পৌঁছলেন হরিহরণও। (ছবি: পিটিআই )

১১

রণবীর-আলিয়ার সঙ্গে দেখা গেল বলিউড পরিচালক রোহিত শেট্টিকেও। স্বামীকে নিয়ে পৌঁছেছেন মাধুরী দীক্ষিত।

১১

রামচরণ-চিরঞ্জিবীও পোঁছলেন রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে।

১০ ১১

মান-অভিমান সব ভুলে অযোধ্যায় একসঙ্গে রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, আয়ুষ্মান খুরানারা।

১১ ১১

গ্ল্যামার দুনিয়াও যে রামজোয়ারে ভাসছে, তা বলাই বাহুল্য। (ছবি: পিটিআই )