দেশের জনপ্রিয়তম শিল্পপতির প্রয়াণ। রতন টাটার মৃত্যুতে শোকে মুহ্যমান গোটা ভারত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল মুম্বইয়ে।
পারসি হলেও রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে ওয়ারলি শ্মশানে। বিকেল সাড়ে চারটের সময় শ্মশানে পৌঁছয় তাঁর নিথর দেহ।
পূর্ণ জাতীয় মর্যাদায় সম্পন্ন হবে রতন টাটার শেষকৃত্য। জনপ্রিয় শিল্পপতিকে শ্রদ্ধা জানাতে একদিনের শোক দিবস ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
টাটা গোষ্ঠীর এমিরেটাস চেয়ারম্যানকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন আমজনতা থেকে তারকা সকলেই। জাতীয় পতাকায় মুড়ে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া হয় রতন টাটার দেহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে- সকলেই হাজির ছিলেন রতন টাটার শেষকৃত্যে। পুত্র আদিত্যকে নিয়ে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরেও।
সস্ত্রীক মুকেশ আম্বানি শেষ শ্রদ্ধা জানাতে যান ওয়ারলি শ্মশানে। সেখানে গিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন আমির খান। শেষকৃত্যে হাজির থাকতে না পারলেও রতন টাটাকে নিয়ে বিশেষ পোস্ট করেন অমিতাভ বচ্চন।
লাওস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর প্রতিনিধি হিসাবে রতন টাটাকে ফুলের তোড়া অর্পণ করেন অমিত শাহ। নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রতন টাটার সর্বক্ষণের সঙ্গী ছিল তাঁর পোষা কুকুর গোয়া। শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিল এই চারপেয়েও।
পুলিশের গান স্যালুটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় রতন টাটার।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.