টলিউড সুপারস্টার দেবের ছবি মানেই ক্যাপশনে একটাই শব্দ- 'এমনি'। তাঁর সোশাল মিডিয়ায় ছবির সঙ্গে থাকে একটাই ক্যাপশন।
আর এই 'এমনি, এমনি' বলেই ছক্কা হাঁকালেন 'হ্যান্ডসাম হাঙ্ক' দেব। সুপারস্টারের 'সিক্রেট ট্যুরে'র ছবি দেখে প্রায় 'পাগলপ্রেমী'র মতো অবস্থা তরুণীদের।
কখনও মরুদেশের মাঝে হট এয়ার বেলুনের সামনে দাঁড়িয়ে রঙিন শার্টে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন, আবার কখনও বা পড়ন্ত বিকেলে লেকের সামনে দেবকে দেখা গেল।
চোখে রোদচশমা, পরনে জিন্স-টিশার্ট, দেবের 'ক্যাত'-এ কাত আট থেকে আশি। বিদেশের মাটিতে স্টাইলেই 'টেক্কা' দিচ্ছেন তিনি।
আহা, টলি সুপারস্টারের এই ছবিগুলো আপাতত নেটপাড়ার 'সেনসেশন'! কিন্তু কোথায় গিয়েছিলেন? সেটা অবশ্য ফাঁস করেননি তিনি।
প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে দেব-সৃজিতের 'টেক্কা', তখন নায়কও পাল্লা দিয়ে নেটপাড়ার তাপমাত্রা বাড়াচ্ছেন।
আর ওই 'এমনি, এমনি' ক্যাপশন দিয়েই একেবারে কেল্লাফতে করে ফেললেন দেব। (ছবি : ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.