চলতি বর্ডার গাভাসকর সিরিজে যখন বারবার ব্যর্থ হচ্ছেন রোহিত-বিরাটদের মতো অভিজ্ঞরা, তখন অপেক্ষাকৃত ভালো ছন্দে যশস্বী জয়সওয়াল। তবে তাঁর ব্যাটিংকেও ছাপিয়ে গিয়েছে মেলবোর্ন টেস্টে তাঁর আউট বিতর্ক। আর তার জেরেই শিরোনামে ভারতের তরুণ ওপেনার। কিন্তু ২২ গজের যশস্বীকে ক্রিকেটপ্রেমীরা চিনলেও অনেকেই হয়তো তাঁর ব্যক্তিগত জীবনের বিষয় ততটা অবগত নয়। চলুন জেনে নেওয়া যাক তাঁর লাভ লাইফের খুঁটিনাটি।
ক্রিকেটমহলে কান পাতলে শোনা যায়, ম্যাড হ্যামিলটন নামের তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক যশস্বীর। ব্রিটেনের বাসিন্দা ম্যাডির সঙ্গে নাকি গত তিন বছর ধরে প্রেম পর্ব চলছে তাঁর।
ব্রিটেনে পড়াশোনা করলেও যশস্বীর ম্যাচ কিন্তু বিশেষ মিস করেন না ম্যাডি। হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর প্রথম টেস্টে গ্যালারিতে বসেই খেলা দেখেছিলেন তিনি। তাঁর গায়ে দেখা গিয়েছিল ভারতের জার্সিও। রাতারাতি ফ্যান গার্ল হয়ে উঠেছিলেন ম্যাডি।
গত আইপিএলেও ম্যাচ দেখতে গিয়ে নজর কাড়েন ম্যাডি। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছিলেন যশস্বী। ভারতীয় তারকার জন্য গলা ফাটান তিনি। তখনই আরও জোরালো হয় যশস্বীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন।
আইপিএলের পর চেন্নাই বিমানবন্দরেও একসঙ্গে ধরা দিয়েছিলেন যশস্বী এবং ম্যাডি। সোশাল মিডিয়ায় সেই সময় ছড়িয়ে পড়ে নানা ছবি-ভিডিও। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি দুজনই।
ম্যাডির পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও নাকি দারুণ সম্পর্ক যশস্বীর। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া নানা ছবি থেকেও তা স্পষ্ট। ম্যাডির ভাই হেনরি নাকি যশস্বীর ভালো বন্ধু।
নিজেদের ভালোবাসার সম্পর্ক মেনে নিয়ে কবে বিয়ের পিঁড়িতে বসবেন যশস্বী-ম্যাডি, তারই অপেক্ষায় অনুরাগীরা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.