মঙ্গলবার জিও ওয়ার্ল্ড প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া ভাটও।
সেই অনুষ্ঠানের জন্য কাপুরবধূর সাজপোশাক সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে।
পরনে পুরোদস্তুর কালো অফ শোল্ডার করসেট গাউন। অনাবৃত ঘাড়, গলা, কাঁধ। আলিয়া ভাটের গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে।
আলিয়া ভাটের জন্য ইউনিক এই পোশাক ডিজাইন করেছেন গৌরব গুপ্তা। আলিয়ার অফ শোল্ডার করসেট গাউনের অ্যাসিমেট্রিক্যাল কাট যেন সেই পোশাককে আর আকর্ষণীয় করে তুলেছে।
তাঁর তৈরি পোশাকেই আম্বানিদের তারকাখচিত পার্টিতে তাক লাগালেন অভিনেত্রী। আলিয়ার দিক থেকে চোখ ফেরানোই দায় হয়ে উঠেছিল।
গৌরব গুপ্তার পোশাকে বোল্ড ফটোশুটও করেছেন আলিয়া ভাট। যা দেখে ঘুম উড়েছে নেটপাড়ার।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.