সম্প্রতি Vogue থাইল্যান্ড ম্যাগাজিনের কভার গার্ল অবতারে ধরা দিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ফ্যাশন ম্যাগাজিনের নতুন ফটোশুটে বলিউডের 'রানি'কে যেন চেনাই দায়!
কখনও মনোক্রম মুডে ধরা দিয়েছেন। আবার কখনও বা ফ্যাশনিস্তা আলিয়া ভাটের দেখা মিলল সাদা পোশাকে। নায়িকার চেহারা থেকে গ্ল্যামার যেন ঠিকরে বেরচ্ছে।
আর আলিয়ার Vogue-এর সেই ফটোশুট নিয়েই নেটপাড়ায় তুমুল তরজা! কারও মন্তব্য, 'চেনাই যাচ্ছে না!' আবার কেউ বলছেন, 'হলফ করে বলতে পারি, এই ছবিগুলোতে আলিয়া ভাটের থুঁতনি ফটোশপ করে বসানো হয়েছে।'
নেটিজেনদের একাংশের মন্তব্য, 'প্লাস্টিক সার্জারি তো করেনি আলিয়া, তাহলে মুখের গড়ন এভাবে বদলে গেল কীভাবে?' তবে আলিয়া ভক্তরা কিন্তু অভিনেত্রীর এমন অবতার দেখে বেজায় খুশি। তাঁদের দাবি, আলিয়া মিষ্টি বটে! কিন্তু এহেন মোহময়ী অবতারে এর আগে দেখা যায়নি তাঁকে।
সম্প্রতি ৬৯তম জাতীয় পুরস্কারের মঞ্চে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র জন্য পুরষ্কৃত হয়েছেন আলিয়া ভাট। পাশাপাশি, 'জওয়ান'-এর ট্রেলারেও শাহরুখ খানের মুখে আলিয়ার নাম শুনে উত্তেজনায় ফুটছেন ভক্তরা। এবার ফ্যাশন ম্যাগাজিনে দুর্ধর্ষ লুকে ধরা দিলেন অভিনেত্রী।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.