Advertisement
Advertisement
Nazrul Mancha

কেকে’র মৃত্যুর পর ফের নজরুল মঞ্চে অনুষ্ঠান, কড়া নিয়ম মেনে পারফর্ম করলেন অনুপম, দেখুন ছবি

এক বেসরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সংগীতশিল্পী কেকে'র আকস্মিক মৃত্যুর পর আলোচনার কেন্দ্রে নজরুল মঞ্চ। শুক্রবার সেখানেই আবার নিজের ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেন অনুপম রায়।

এক বেসরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে গত ৩১ মে'র তুলনায় ভিন্ন ছবিই চোখে পড়ল।

ভিড়ের ঠাসা নয়, শুক্রবার অডিটোরিয়ামে সিটে বসে অনুপমের অনুষ্ঠান দেখেন দর্শকরা।

সমস্ত সতর্কতা অবলম্বন করা হয়েছিল এদিন। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য গ্রিনরুমে উপস্থিত ছিলেন চিকিৎসক।

১৫ জন বাউন্সার এবং বেসরকারি সংস্থার রক্ষী ছাড়াও বেসরকারি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ৮০ জন স্বেচ্ছাসেবক ছিলেন নিরাপত্তা রক্ষার দায়িত্বে।