Advertisement
Advertisement

Breaking News

Tripti Dimri

হঠাৎ করেই বলিউডের মধ্যমণি তৃপ্তি দিমরি, কোন জাদুতে প্রযোজকদের মন জিতছেন ‘ভাবী ২’?

বলিউডের নামজাদা প্রযোজকরা নাকি তৃপ্তির সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে রয়েছেন।

‘অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই অহংকারে যেন মাটিতে পা পড়ছে না ‘ভাবী ২’ নামে খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরির। তাঁর ঝুলিতে এখন একের পর ছবির অফার।

সূত্র বলছে, বলিউডের নামজাদা প্রযোজকরা নাকি তৃপ্তির সঙ্গে ছবি করার জন্য মুখিয়ে রয়েছেন।

তৃপ্তির ঝুলিতে এখন কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়া ৩, ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ, রাজকুমার রাওয়ের সঙ্গে ভিকি বিদ্যা কা উহ ওয়ালা ভিডিও। তৃপ্তি এখন বলিউডের হটকেক।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তৃপ্তি নাকি এই মুহূর্তে কোনও বাছ বিচারে যাচ্ছেন না। বরং স্ক্রিপ্ট একটু পছন্দ হলেই সবুজ সংকেত দিয়ে দিচ্ছেন। এই কারণেই তৃপ্তির বাড়ির বাইরে প্রযোজকদের লাইন।

'অ্যানিম্যাল' ছবির সাহসী দৃশ্যের পর নাকি তৃপ্তিকে নিয়ে অনেক পরিচালকই বাজি ধরতে প্রস্তুত।

কয়েকমাস আগেই রটে যায় হোটেল ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে প্রেম করছেন তৃপ্তি।

এমনকী, ভাইরাল হয়েছিল স্যাম ও তৃপ্তির ছবিও। তার আগে অনুষ্কা শর্মার ভাই প্রযোজক কার্নেশ শর্মার সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন তিনি। তাহলে কী স্যামের সঙ্গেই বিয়ে করছেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি স্পষ্ট জানান, ”আপাতত বিয়ের কোনও প্ল্যান নেই। কেরিয়ারে মন দিতে চাই। যা রটছে , তা মোটেই সঠিক নয়।”