Advertisement
Advertisement

Breaking News

Adrija Roy

অদ্রিজার ‘রং জমেছে সাদা কালা’, অভিনেত্রীর সৈকতের ছবি থেকে চোখ ফেরানো দায়

একাধিক ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অদ্রিজা।

বাঙালি মেয়ে, মুম্বইয়ের টেলিভিশন জগতে চুটিয়ে কাজ করছেন। 'কুণ্ডলী ভাগ্য'র সিরিয়ালে ডা. পালকি খুরানার চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অদ্রিজা রায়।

সিরিয়ালের ব্যস্ত শুটিং শিডিউল। তার মাঝে সময় পেলেই বেড়াতে বেরিয়ে পড়েন অদ্রিজা। সৈকত বেশ পছন্দ অভিনেত্রীর। সেখানেই যেন 'রং জমেছে সাদা কালা'।

'বেদেনি মলুয়ার কথা' সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে নিজের সফর শুরু করেছিলেন অদ্রিজা। এর পর 'পটলকুমার গানওয়ালা', 'মৌ এর বাড়ি'র মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন অদ্রিজা। 'পরিণীতা', 'গল্পের মায়াজাল' ছবিতে দেখা গিয়েছে তাঁকে। শোনা যায়, ২০২২ সালের শেষের দিকে মুম্বই পাড়ি দেন অদ্রিজা।

হিন্দি টেলিভিশন জগতে অদ্রিজা নজর কাড়েন 'দুর্গা অউর চারু' সিরিয়ালের মাধ্যমে। এর পর অভিনেত্রীকে দেখা যায় 'ইমলি' সিরিয়ালে। তা শেষ হওয়ার পরই 'কুণ্ডলী ভাগ্য' সিরিয়ালের সঙ্গে যুক্ত হন অদ্রিজা। ছবি: ইনস্টাগ্রাম।